ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 31:7-14 পবিত্র বাইবেল (SBCL)

7. তোমার অটল ভালবাসা পেয়েছি বলেআমি আনন্দ করব, খুশী হব;কারণ তুমি তো আমার দুঃখ দেখেছ,আর আমার কষ্টের কথা জান।

8. তুমি শত্রুদের হাতে আমাকে আট্‌কে রাখ নি,বরং একটা খোলা জায়গায় আমাকে দাঁড় করিয়েছ।

9. হে সদাপ্রভু, আমাকে দয়া কর,কারণ আমি কষ্টের মধ্যে আছি;দুঃখে আমার চোখ ও আমার দেহ-মন দুর্বল হয়ে পড়ছে।

10. যন্ত্রণায় আমার জীবন গেল,আর কোঁকাতে কোঁকাতে বয়স গেল;অন্যায় করার দরুন আমার শক্তি কমে যাচ্ছে,আমার হাড়গুলো দুর্বল হয়ে পড়ছে।

11. শত্রুরা আমাকে ঘৃণার পাত্র করে তুলেছে,বিশেষ করে আমার সংগীদের কাছে তা করেছে।পরিচিত লোকদের কাছে আমি ভয়ের পাত্র;লোকে আমাকে রাস্তায় দেখে পালিয়ে যায়।

12. মরা মানুষকে লোকে যেমন ভুলে যায়তেমনি করেই তারা আমাকে ভুলে গেছে;আমি যেন একটা ভাংগা পাত্র।

13. আমার সম্বন্ধে অনেকের নিন্দার কথা আমার কানে এসেছে,আমার চারদিকে ভীষণ ভয়।ওরা আমার বিরুদ্ধে একসংগে পরামর্শ করছে,আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে।

14. কিন্তু হে সদাপ্রভু, তোমার উপরে আমি নির্ভর করে আছি;আমি বলি, “তুমিই আমার ঈশ্বর।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 31