ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 31:5-8 পবিত্র বাইবেল (SBCL)

5. আমি তোমার হাতেই আমার আত্মা তুলে দিলাম,কারণ হে সদাপ্রভু, বিশ্বস্ত ঈশ্বর,তুমিই আমাকে মুক্ত করেছ।

6. যারা অসার প্রতিমাকে ভক্তি করে আমি তাদের ঘৃণা করি;কিন্তু আমি সদাপ্রভুর উপর নির্ভর করি।

7. তোমার অটল ভালবাসা পেয়েছি বলেআমি আনন্দ করব, খুশী হব;কারণ তুমি তো আমার দুঃখ দেখেছ,আর আমার কষ্টের কথা জান।

8. তুমি শত্রুদের হাতে আমাকে আট্‌কে রাখ নি,বরং একটা খোলা জায়গায় আমাকে দাঁড় করিয়েছ।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 31