ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 31:17-23 পবিত্র বাইবেল (SBCL)

17. হে সদাপ্রভু, আমি তো তোমাকে ডেকেছি,তুমি আমাকে লজ্জায় পড়তে দিয়ো না;দুষ্ট লোকেরা বরং লজ্জায় পড়ুক,তারা নীরব হয়ে মৃতস্থানে পড়ে থাকুক।

18. অহংকার ও ঘৃণার ভাব নিয়েযারা ঈশ্বরভক্তদের বিরুদ্ধে অসম্মানের কথা বলে,তাদের মিথ্যাবাদী মুখ বন্ধ হয়ে যাক।

19. তুমি যে মংগল করেছ তা কত মহান!যারা তোমাকে ভক্তি করে তাদের জন্য তুমি তা তুলে রেখেছ;তোমার মধ্যে আশ্রয় গ্রহণকারীদের তুমি সেই মংগল করে থাক,আর তা কর সকলের সামনে।

20. তুমি তাদের তোমার আড়ালে রেখেমানুষের ষড়যন্ত্র থেকে লুকিয়ে রাখ;ঝগড়া-বিবাদের ঝাপ্‌টা থেকেতোমার আশ্রয়ে তাদের সরিয়ে রাখ।

21. ধন্য সদাপ্রভু।ঘেরাও করা শহরের মধ্যে তাঁর অটল ভালবাসাআশ্চর্যভাবে তিনি আমাকে দেখিয়েছিলেন।

22. আমি ভয় পেয়ে বলেছিলাম,“তোমার কাছ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছি”;কিন্তু সাহায্যের জন্য যখন আমি তোমাকে ডেকেছিলামতখন তুমি আমার মিনতি শুনেছিলে।

23. হে সমস্ত ঈশ্বরভক্ত লোক, তোমরা সদাপ্রভুকে ভালবেসো।সদাপ্রভুই বিশ্বস্তদের রক্ষা করেনকিন্তু অহংকারীদের তিনি পুরোপুরি শাস্তি দেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 31