ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 21:3-9 পবিত্র বাইবেল (SBCL)

3. মংগলের অনেক আশীর্বাদ নিয়েতুমি তাঁকে এগিয়ে আনতে গেছ,তাঁর মাথায় দিয়েছ খাঁটি সোনার মুকুট।

4. তিনি তোমার কাছে জীবন চেয়েছিলেন,আর তুমি তাঁকে তা দিয়েছ;তুমি তাঁকে দিয়েছ অশেষ আয়ু।

5. তোমার দেওয়া জয় তাঁর সম্মান বাড়িয়েছে;তুমি তাঁকে দিয়েছ গৌরব ও মহিমা।

6. তুমি তাঁকে চিরস্থায়ী আশীর্বাদ করেছ;তোমার উপস্থিতির আনন্দে তাঁকে আনন্দিত করেছ।

7. সদাপ্রভুর উপরেই রাজা নির্ভর করেন;মহান ঈশ্বরের অটল ভালবাসা তাঁকে স্থির রাখবে।

8. তোমার হাতই তোমার সব শত্রুদের ধরবে;যারা তোমাকে ঘৃণা করে তোমার ডান হাত তাদের ধরবে।

9. তোমার প্রকাশকালে তুমি তাদের করে তুলবেচুলার জ্বলন্ত কয়লার মত।সদাপ্রভু ক্রোধে তাদের গিলে ফেলবেন,তাঁর আগুন তাদের পুড়িয়ে ফেলবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 21