ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 18:5-19 পবিত্র বাইবেল (SBCL)

5. মৃতস্থানের দড়িতে আমি বাঁধা পড়েছিলাম,আমার জন্য পাতা হয়েছিল মৃত্যুর ফাঁদ।

6. আমি এই বিপদে আমার ঈশ্বর সদাপ্রভুকে ডাকলামএবং সাহায্যের জন্য তাঁর কাছে কান্নাকাটি করলাম।তাঁর বাসস্থান থেকে তিনি আমার গলার স্বর শুনলেন;আমার কান্না তাঁর কাছে পৌঁছাল আর তাঁর কানে গেল।

7. তখন পৃথিবী কেঁপে উঠল আর টলতে লাগল,কেঁপে উঠল সব পাহাড়ের ভিত্তি;তাঁর ক্রোধে সেগুলো কাঁপতে থাকল।

8. তাঁর নাক থেকে ধূমা উপরে উঠল,তাঁর মুখ থেকে ধ্বংসকারী আগুন বেরিয়ে আসল,তাঁর মুখের আগুনে কয়লা জ্বলে উঠল।

9. তিনি আকাশে নুইয়ে নেমে আসলেন;তাঁর পায়ের নীচে ছিল ঘন কালো মেঘ।

10. তিনি করূবে চড়ে উড়ে আসলেন,উড়ে আসলেন বাতাসের ডানায় ভর করে।

11. তিনি অন্ধকার দিয়ে নিজেকে ঘিরে ফেললেন;তাঁর চারপাশে রইল আকাশের ঘন কালো বৃষ্টির মেঘ।

12. তাঁর আলোময় উপস্থিতির সামনে কালো মেঘ সরে গেল;শিলাবৃষ্টি আর বাজ বের হয়ে আসল।

13. সদাপ্রভু আকাশে গর্জন করলেন;বাজ ও শিলাবৃষ্টির মধ্যে মহান ঈশ্বরের স্বর শোনা গেল।

14. তিনি তীর ছুঁড়ে শত্রুদের ছড়িয়ে ফেললেন,আর বিদ্যুৎ চম্‌কিয়ে তাদের বিশৃঙ্খল করলেন।

15. হে সদাপ্রভু, তোমার ধমকে আর নিঃশ্বাসের ঝাপ্‌টায়মাটির তলার জল দেখা দিল,পৃথিবীর ভিতরটা বেরিয়ে পড়ল।

16. তিনি উপর থেকে হাত বাড়িয়ে আমাকে ধরলেন,গভীর জলের মধ্য থেকে আমাকে টেনে তুললেন।

17. আমার শক্তিমান শত্রুর হাত থেকে তিনি আমাকে বাঁচালেন;বাঁচালেন বিপক্ষদের হাত থেকেযাদের শক্তি আমার চেয়েও বেশী।

18. বিপদের দিনে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ল,কিন্তু সদাপ্রভুই আমাকে ধরে রাখলেন।

19. তিনি আমাকে একটা খোলা জায়গায় বের করে আনলেন;আমার উপর সন্তুষ্ট ছিলেন বলেইতিনি আমাকে উদ্ধার করলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 18