ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 17:1-10 পবিত্র বাইবেল (SBCL)

1. হে সদাপ্রভু, তুমি ন্যায় কথা শোন, আমার কান্নায় কান দাও;আমার ছলনাহীন মুখের প্রার্থনা শোন।

2. আমার উপর তোমার বিচার যেন ন্যায্য হয়;যা সত্যি তা তোমার চোখে ধরা পড়ুক।

3. তুমি তো আমার অন্তরে ঢুকে দেখেছআর রাতে আমাকে পরীক্ষা করেছ;আমাকে যাচাই করেও দেখেছকিন্তু কিছুই খুঁজে পাও নি।আমি ঠিক করেছি কোন পাপের কথায়আমার মুখ আমি ব্যবহার করব না।

4. মানুষ যে সব কাজ করে তা না করেতোমার মুখের বাক্যের সাহায্যেজুলুমের পথ থেকে আমি নিজেকে সরিয়ে রেখেছি।

5. তোমার পথেই আমি আমার পা স্থির রেখেছি;সেখান থেকে আমার পা একটুও নড়ে নি।

6. হে ঈশ্বর, তুমি আমার ডাকে সাড়া দেবে,সেজন্য আমি তোমাকে ডাকছি;আমার কথায় কান দাও, আমার প্রার্থনা শোন।

7. তোমার অটল ভালবাসা আশ্চর্যভাবে প্রকাশ কর;শত্রুদের হাত থেকে রক্ষা পাবার জন্যযারা তোমার আশ্রয় নেয়,তুমি ডান হাত দিয়ে তাদের রক্ষা করে থাক।

8-9. চোখের মণির মত করে তুমি আমাকে রক্ষা কর;যারা আমার উপর অত্যাচার করেসেই দুষ্টদের থেকে,যারা মেরে ফেলার জন্য আমাকে ঘিরে রয়েছেসেই শত্রুদের থেকে,তুমি আমাকে তোমার ডানার ছায়ায় রাখ।

10. তাদের অসাড় অন্তরের দুয়ার তারা বন্ধ করে রেখেছে;তাদের মুখ দিয়ে অহংকারের কথাই বের হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 17