ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 148:7-13 পবিত্র বাইবেল (SBCL)

7. পৃথিবী থেকে তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।হে সাগরের বড় বড় প্রাণী ও সাগরের গভীর তলদেশ,তাঁর প্রশংসা কর।

8. হে বিদ্যুৎ ও শিলা, তুষার ও কুয়াশাআর তাঁর আদেশ পালন-করা ঝোড়ো বাতাস,তাঁর প্রশংসা কর।

9. হে সমস্ত পাহাড়-পর্বতআর ফলের গাছ ও সমস্ত এরস গাছ,তাঁর প্রশংসা কর।

10. হে বুনো জানোয়ার ও সমস্ত পোষ-মানা পশুআর বুকে-হাঁটা প্রাণী ও ডানাযুক্ত প্রাণী,তাঁর প্রশংসা কর।

11. হে পৃথিবীর রাজারা এবং সমস্ত জাতিআর রাজপুরুষেরা ও পৃথিবীর শাসনকর্তারা,তাঁর প্রশংসা কর।

12. হে যুবক ও যুবতীরা আর বৃদ্ধ ও ছেলেমেয়েরা,তাঁর প্রশংসা কর।

13. এরা সবাই সদাপ্রভুর প্রশংসা করুক,কারণ একমাত্র তিনিই মহান;পৃথিবী ও আকাশের উপরেও তাঁর গৌরব রয়েছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 148