ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 144:1-6 পবিত্র বাইবেল (SBCL)

1. সদাপ্রভুর গৌরব হোক, তিনি আমার আশ্রয়-পাহাড়;তিনি আমার হাতকে যুদ্ধ করতে শিখিয়েছেন,আমার আংগুলগুলোকে শিখিয়েছেন লড়াই করতে।

2. তিনিই আমার বিশ্বস্ত সাহায্যকারী, আমার দুর্গ,আমার উঁচু আশ্রয়স্থান ও উদ্ধারকর্তা;তিনিই আমার ঢাল, আমি তাঁর মধ্যে আশ্রয় নিই;তিনিই আমার লোকদের আমার অধীনে আনেন।

3. হে সদাপ্রভু, মানুষ এমন কি যে, তার দিকে তুমি খেয়াল কর?মানুষের সন্তানই বা কি যে, তার দিকে তুমি মনোযোগ দাও?

4. মানুষ তো নিঃশ্বাস মাত্র;তার দিনগুলো সরে যাওয়া ছায়ার মত।

5. হে সদাপ্রভু, তোমার আকাশ নুইয়ে তুমি নেমে এস;তুমি পাহাড়-পর্বত ছোঁও যাতে সেগুলো থেকে ধূমা বের হয়।

6. তুমি বিদ্যুৎ পাঠিয়ে শত্রুদের ছড়িয়ে দাও;তোমার তীর ছুঁড়ে তাদের বিশৃঙ্খল করে দাও।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 144