ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 140:1-6 পবিত্র বাইবেল (SBCL)

1. হে সদাপ্রভু, দুষ্ট লোকদের হাত থেকে আমাকে উদ্ধার কর;অত্যাচারী লোকদের হাত থেকে আমাকে রক্ষা কর।

2. তারা মনে মনে দুষ্ট ফন্দি আঁটে আর প্রতিদিন যুদ্ধ বাধায়।

3. তারা সাপের মত তাদের জিভ্‌ ধারালো করেছে;তাদের ঠোঁটের নীচে যেন সাপের বিষ আছে। [সেলা]

4. হে সদাপ্রভু, দুষ্টদের হাত থেকে আমাকে রক্ষা কর।অত্যাচারী লোকদের হাত থেকে আমাকে রক্ষা কর;আমার পা যেন পিছ্‌লে যায় সেজন্য তারা ফন্দি এঁটেছে।

5. অহংকারী লোকেরা আমার জন্য ফাঁদ ও দড়ি ঠিক করে রেখেছে;তারা পথের পাশে তাদের জাল বিছিয়ে রেখেছেআর আমার জন্য ফাঁদ পেতেছে। [সেলা]

6. হে সদাপ্রভু, আমি তোমাকে বলেছি, “তুমিই আমার ঈশ্বর।”হে সদাপ্রভু, আমার মিনতির কান্নায় তুমি কান দাও।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 140