ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 132:8-13 পবিত্র বাইবেল (SBCL)

8. হে সদাপ্রভু, ওঠো, তোমার বিশ্রামের জায়গায় এস;তুমি এস, আর তোমার শক্তির সিন্দুক আসুক।

9. তোমার পুরোহিতেরা ন্যায়ের পোশাক পরুক,আর তোমার ভক্তেরা আনন্দে গান করুক।

10. তোমার দাস দায়ূদের দরুন তোমার অভিষিক্ত লোকের প্রার্থনাতুমি ফিরিয়ে দিয়ো না।

11. সদাপ্রভু দায়ূদের কাছে এই নিশ্চিত শপথ করেছেনযা তিনি কখনও ভাঙ্গবেন না,“তোমার একজন সন্তানকে আমি তোমার সিংহাসনে বসাব।

12. তোমার ছেলেরা যদি আমার স্থাপন করা ব্যবস্থা পালন করেআর আমার বাক্য মেনে চলে যা আমি তাদের শিখাব,তাহলে তাদের ছেলেদের চিরকাল ধরেতোমার সিংহাসনে বসতে দেওয়া হবে।”

13. সদাপ্রভু সিয়োনকে বেছে নিয়েছেন;তাঁর বাসস্থানের জন্য এটাই তিনি চেয়েছিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 132