ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 112:1-5 পবিত্র বাইবেল (SBCL)

1. সদাপ্রভুর প্রশংসা হোক। যে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করেএবং তাঁর আদেশে খুব আনন্দিত হয় সে ধন্য।

2. তার বংশধরেরা পৃথিবীতে শক্তিশালী হবে;অন্তরে যে খাঁটি তার বংশ আশীর্বাদ পাবে।

3. তার ঘরে ধন ও সম্পদ থাকবে;তার সততা চিরকাল স্থায়ী।

4. যে অন্তরে খাঁটি তার জন্য অন্ধকারেও আলো দেখা দেয়,কারণ সে দয়ালু, মমতায় পূর্ণ ও সৎ।

5. যে দয়া করে ও ধার দেয় আর ন্যায়ভাবে সব কাজ করেতার মংগল হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 112