ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 111:3-7 পবিত্র বাইবেল (SBCL)

3. তাঁর কাজ গৌরব ও মহিমায় পূর্ণ,তাঁর সততা চিরকাল স্থায়ী।

4. তিনি তাঁর আশ্চর্য কাজগুলো স্মরণীয় করে রাখলেন;তিনি দয়াময় এবং মমতায় পূর্ণ।

5. তাঁর ভক্তদের তিনি খাবার যুগিয়ে দেন;তাঁর স্থাপন করা ব্যবস্থা তিনি কখনও ভুলবেন না।

6. অন্যান্য জাতির দেশ অধিকার হিসাবে তাঁর লোকদের দিয়েতিনি তাঁর কাজের শক্তি তাদের দেখিয়েছেন।

7. তাঁর সব কাজে তিনি বিশ্বস্ত ও ন্যায়ে পূর্ণ;তাঁর সমস্ত নিয়ম বিশ্বাসযোগ্য।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 111