ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 108:2-5 পবিত্র বাইবেল (SBCL)

2. ওহে বীণা ও সুরবাহার, জেগে ওঠো;আমি ভোরকে জাগিয়ে তুলব।

3. হে সদাপ্রভু, বিভিন্ন জাতির সামনে আমি তোমার ধন্যবাদ করব,তাদের মধ্যে তোমার উদ্দেশে গান গাইব;

4. কারণ তোমার অটল ভালবাসা আকাশ থেকেও উঁচু,তোমার বিশ্বস্ততা মেঘেরও উপরে পৌঁছায়।

5. হে ঈশ্বর, তোমার মহিমা আকাশ ছাপিয়ে উঠুক;তোমার গৌরব সমস্ত পৃথিবীর উপরে দেখা দিক।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 108