ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 107:9-23 পবিত্র বাইবেল (SBCL)

9. যাদের অন্তরে পিপাসা আছে তিনি তাদের পিপাসা মেটান,আর যাদের অন্তরে খিদে আছে ভাল ভাল জিনিস দিয়েতিনি তাদের তৃপ্ত করেন।

10. তারা অন্ধকারে, ঘন অন্ধকারের মধ্যে বসে ছিল,সেই বন্দীরা দুঃখে ও লোহার শিকলে কষ্ট পাচ্ছিল;

11. কারণ তারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে বিদ্রোহ করত,মহান ঈশ্বরের পরামর্শ তারা তুচ্ছ করত।

12. তাই তিনি কঠিন পরিশ্রম দিয়ে তাদের অহংকার ভেংগে দিলেন;তারা উছোট খেল, সাহায্যকারী কেউ ছিল না।

13. বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল,এতে কষ্ট থেকে তিনি তাদের রক্ষা করলেন।

14. অন্ধকার, ঘন অন্ধকার থেকে তিনি তাদের বের করে আনলেন;তিনি তাদের শিকল ভেংগে দিলেন।

15. মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্যআর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাকে ধন্যবাদ দিক।

16. তিনি ব্রোঞ্জের ফটক ভেংগে ফেলেছেনআর লোহার আগল কেটে ফেলেছেন।

17. যাদের মন অসাড় তারা তাদের বিদ্রোহের জন্যআর অন্যায়ের জন্য কষ্ট পেল।

18. তারা সমস্ত খাবার ঘৃণা করলআর মৃত্যুর দুয়ারের কাছে উপস্থিত হল।

19. বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল,এতে কষ্ট থেকে তিনি তাদের রক্ষা করলেন।

20. তাঁর বাক্য পাঠিয়ে তিনি তাদের সুস্থ করলেন;তিনি কবর থেকে তাদের উদ্ধার করলেন।

21. মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্যআর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাঁকে ধন্যবাদ দিক।

22. তারা কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠান করুক,আনন্দ-গানের মধ্য দিয়ে তাঁর সব কাজের কথা বলুক।

23. যারা জাহাজে করে সাগরে যায়আর মহাসমুদ্রের মধ্যে ব্যবসা করে,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 107