ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 105:24-29 পবিত্র বাইবেল (SBCL)

24. সদাপ্রভু তাঁর নিজের লোকদের বংশ অনেক বাড়িয়ে দিলেন;শত্রুদের চেয়ে তিনি তাদের শক্তিশালী করলেন।

25. তাঁর লোকদের বিরুদ্ধে তিনি শত্রুদের অন্তরেঘৃণা জাগিয়ে দিলেন,তাতে তারা তাঁর দাসদের সংগে চালাকি খাটিয়ে চলতে লাগল।

26. তিনি তাঁর দাস মোশিকেআর তাঁর বেছে নেওয়া হারোণকে পাঠিয়ে দিলেন;

27. তাঁদের দিয়ে সদাপ্রভু হাম-বংশীয়দের দেশেসকলের সামনে নানা রকম চিহ্ন ও আশ্চর্য কাজ করলেন।

28. তিনি অন্ধকার পাঠালেন, তাতে অন্ধকার হল;তাঁর বাক্যের বিরুদ্ধে তারা বিদ্রোহ করল না।

29. তাদের জল তিনি রক্ত করে দিলেন,তাতে সব মাছ মরে গেল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 105