ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 104:3-14 পবিত্র বাইবেল (SBCL)

3. তোমার স্বর্গের বাসস্থানের ভিত্তিতুমি আকাশের জলের উপরে স্থাপন করেছ;তুমি মেঘকে করেছ তোমার রথ;তুমি বাতাসের পাখায় ভর করে চলাচল কর।

4. তুমি বাতাসকে তোমার দূত করেছ;জ্বলন্ত আগুনকে করেছ তোমার দাস।

5. তুমি পৃথিবীকে তার নিজের ভিত্তির উপর স্থাপন করেছ;তা কখনও নড়বে না।

6. তুমি পৃথিবীকে কাপড় দিয়ে ঢাকার মত করেসাগরের জল দিয়ে ঢেকেছিলে;পাহাড়-পর্বতও সেই জলে ঢাকা ছিল।

7. কিন্তু সেই জল তোমার হুকুমে চলে গেল;তা ছুটে চলে গেল তোমার গর্জনে।

8. পাহাড়-পর্বত আরও উঁচু হয়ে উঠল,সব উপত্যকা আরও নীচু হয়ে গেল;তুমি যে জায়গা ঠিক করে রেখেছিলে সেগুলো সেই পর্যন্তগিয়ে পৌঁছাল।

9. এইভাবে তুমি জলের সীমানা ঠিক করে দিয়েছ,যাতে জল আর কখনও সীমানা ডিংগিয়েপৃথিবীকে ঢেকে না ফেলে।

10. উপত্যকার মধ্যে তুমিই জলের ফোয়ারা পাঠাও;সেই জল পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যায়।

11. তা জীবজন্তুদের জলের যোগান দেয়;তাতে বুনো গাধার পিপাসা মেটে।

12. জলের কাছেই আকাশের পাখীরা বাসা বাঁধে,আর গাছের ডালে ডালে গান গায়।

13. তোমার স্বর্গের বাসস্থান থেকেতুমি পাহাড়-পর্বতের উপরে জল ফেল;তোমার সেই কাজের ফলে পৃথিবী তৃপ্ত হয়।

14. তুমি পশুপালের জন্য ঘাসআর মানুষের চাষের জন্য ফসলের গাছ জন্মাতে দাও,যেন জমি থেকেই সে তার খোরাক পেতে পারে-

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 104