ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 104:16-23 পবিত্র বাইবেল (SBCL)

16. সদাপ্রভুর তৈরী সব গাছপালা প্রচুর বৃষ্টি পায়;তাঁর লাগানো লেবাননের এরস গাছও বৃষ্টি পায়।

17. সেই সব গাছে পাখীরা বাসা বাঁধে;সারসও বেরস গাছে ঘর বানায়।

18. উুঁচ উঁচু পাহাড়গুলোতে বুনো ছাগল বাস করে;পাহাড়ের খাঁজে খাঁজে শাফনের দল আশ্রয় নেয়।

19. ঋতু ভাগ করার জন্য তুমি চাঁদ তৈরী করেছ;তোমার সময়মত সূর্য অস্ত যায়।

20. তুমি অন্ধকার আনলে রাত হয়,বনের সব পশুরা তখন ঘুরে বেড়ায়।

21. যুবসিংহেরা শিকার খুঁজতে গিয়ে চিৎকার করে,ঈশ্বরের কাছে তাদের খাবার চায়।

22. সূর্য উঠলে তারা চলে যায় আর তাদের গর্তে শুয়ে পড়ে।

23. তখন মানুষ তার কাজে বের হয়,সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 104