ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গণনাপুস্তক 24:4-15 পবিত্র বাইবেল (SBCL)

4. যে লোক ঈশ্বরের বাক্য শুনছেআর সর্বশক্তিমানের দেওয়া দর্শন দেখছে,যে মাটির উপর উবুড় হয়ে পড়েছেআর যার চোখের ঠুলি খুলে গেছে,

5. সে এই কথা বলছে:হে যাকোব, তোমার তাম্বুগুলো কি সুন্দর!হে ইস্রায়েল, কি সুন্দর তোমারথাকবার জায়গা!

6. সেগুলো পড়ে আছে উপত্যকার মত,পড়ে আছে নদীর ধারের বাগানের মত,সদাপ্রভুর লাগানো অগুরু গাছের মত,জলের ধারের এরস গাছের মত।

7. ভারে বওয়া কলসী থেকে জলউপ্‌চে পড়বে,তাদের বীজ অনেক জল পেতে থাকবে।তাদের রাজা হবে অগাগের চেয়েও মহান,তাদের রাজ্য মহিমায় অনেকউঁচুতে থাকবে।

8. ঈশ্বর মিসর থেকে তাদের বেরকরে এনেছেন,তিনিই তাদের পক্ষে বুনো ষাঁড়েরশক্তির মত।তাদের বিরুদ্ধে যে সব জাতি দাঁড়াবেতারা তাদের গিলে ফেলবে,তাদের হাড় টুকরা টুকরা করবে,তীর দিয়ে তাদের বিঁধে ফেলবে।

9. সিংহ ও সিংহীর মত তারা গুঁড়ি মারবেআর শুয়ে পড়বে,তখন কে তাদের জাগাতে সাহস করবে?যারা তোমাদের আশীর্বাদ করেতাদের উপর তেমনি আশীর্বাদ পড়ুক;আর যারা অভিশাপ দেয়,তাদের উপর তেমনি অভিশাপ পড়ুক।”

10. এই কথা শুনে বালাক বিলিয়মের উপর রেগে আগুন হয়ে উঠলেন। তিনি হাতে হাত চাপড়ে তাঁকে বললেন, “আমার শত্রুদের অভিশাপ দেবার জন্য আমি আপনাকে ডেকে এনেছিলাম কিন্তু এই নিয়ে তিনবার আপনি তাদের আশীর্বাদ করলেন।

11. আপনি এক্ষুনি বাড়ী চলে যান। আমি আপনাকে অনেক পুরস্কার দেব বলেছিলাম কিন্তু সদাপ্রভু তা আপনাকে পেতে দিলেন না।”

12. উত্তরে বিলিয়ম বালাককে বললেন, “আমি কি আপনার পাঠানো লোকদের বলি নি যে,

13. যদিও বালাক সোনা-রূপায় ভরা রাজবাড়ীটা আমাকে দেন তবুও আমার নিজের ইচ্ছায় আমি ভাল-মন্দ কিছুই করতে পারব না বা সদাপ্রভুর আদেশের বাইরে যেতে পারব না, আর সদাপ্রভু যা বলবেন কেবল তা-ই আমাকে বলতে হবে?

14. আমি এখন আমার লোকদের কাছে ফিরে যাচ্ছি, কিন্তু তার আগে আমি আপনাকে সাবধান করে বলে দিয়ে যাচ্ছি এই জাতি ভবিষ্যতে আপনার জাতির প্রতি কি করবে।”

15. বিলিয়ম তখন ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন:“বিয়োরের ছেলে বিলিয়িমএই কথা বলছে,যার চোখ খোলা রয়েছে সেএই কথা বলছে,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গণনাপুস্তক 24