ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গণনাপুস্তক 21:26-35 পবিত্র বাইবেল (SBCL)

26. হিষ্‌বোন ছিল ইমোরীয়দের রাজা সীহোনের রাজধানী। তিনি মোয়াব দেশের আগেকার রাজার সংগে যুদ্ধ করে তাঁর কাছ থেকে অর্ণোন নদী পর্যন্ত সমস্ত দেশটা দখল করে নিয়েছিলেন।

27. এইজন্যই কবিরা বলেছেন:“তোমরা হিষ্‌বোনে এসে শহরটাআবার গড়ে তোলো।সীহোনের শহরটা আবারগড়ে তোলা হোক।

28. সীহোনের শহর হিষ্‌বোন থেকেআগুন বেরিয়ে এসেমোয়াব দেশের আর্‌ শহরটা পুড়িয়ে দিলআর অর্ণোন নদীর কাছের উঁচু জায়গারবাসিন্দাদের পুড়িয়ে দিল।

29. হায় মোয়াব!হে কমোশ দেবতার লোকেরা,তোমরা ধ্বংস হয়ে গেছ।কমোশের ছেলেরা পালিয়ে গিয়েছেআর মেয়েরা ইমোরীয়দের রাজা সীহোনেরবন্দিনী হয়েছে।

30. কিন্তু আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি।দীবোন পর্যন্ত হিষ্‌বোন ধ্বংস হয়ে গেছে।মেদবা পর্যন্ত চলে গেছে যে নোফঃসেই জায়গা পর্যন্ত আমরা ধ্বংস করেছি।”

31. এর পর ইস্রায়েলীয়েরা ইমোরীয়দের দেশে বাস করতে লাগল।

32. মোশি যাসের শহরে গুপ্তচর পাঠিয়ে দেবার পর ইস্রায়েলীয়েরা সেই শহরের আশেপাশের গ্রামগুলো দখল করে নিল এবং সেখানকার ইমোরীয়দের তাড়িয়ে দিল।

33. তারপর তারা ঘুরে বাশন দেশের রাস্তা ধরে এগিয়ে যেতে লাগল। তখন বাশনের রাজা ওগ তাঁর সমস্ত সৈন্য-সামন্ত নিয়ে বের হয়ে তাদের সংগে যুদ্ধ করবার জন্য ইদ্রিয়ী শহরে উপস্থিত হলেন।

34. তখন সদাপ্রভু মোশিকে বললেন, “রাজা ওগকে ভয় কোরো না, কারণ আমি তার দেশ এবং তাকে ও তার সমস্ত সৈন্য-সামন্তকে তোমার হাতের মুঠোয় দিয়ে দিয়েছি। ইমোরীয়দের রাজা সীহোন, যে হিষ্‌বোনে রাজত্ব করত, তুমি তার অবস্থা যা করেছ এর অবস্থাও তা-ই করবে।”

35. তখন তারা ওগকে এবং তাঁর ছেলেদের ও তাঁর সমস্ত সৈন্য-সামন্তদের মেরে ফেলল। শেষ পর্যন্ত তাঁর আর কেউ বেঁচে রইল না। তারা তাঁর দেশটাও অধিকার করে নিল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গণনাপুস্তক 21