ওল্ড টেস্টামেন্ট

নববিধান

উপদেশক 8:1-5 পবিত্র বাইবেল (SBCL)

1. কে জ্ঞানী লোকের মত?যা ঘটে কে তার অর্থ বুঝতে পারে?জ্ঞান মানুষের মুখ উজ্জ্বল করেএবং তার মুখের কঠিনতা পরিবর্তন করতে পারে।

2. আমার উপদেশ এই যে, তুমি রাজার আদেশ পালন কর, কারণ ঈশ্বরের সামনে তুমি সেই শপথই করেছ।

3. তাড়াতাড়ি রাজাকে ত্যাগ করে চলে যেয়ো না। মন্দ কিছুর সংগে যুক্ত হোয়ো না, কারণ রাজা তাঁর ইচ্ছামত কাজ করেন।

4. রাজার কথাই যখন সবচেয়ে বড় তখন কে তাঁকে বলতে পারে, “আপনি কি করছেন?”

5. যে তাঁর আদেশ পালন করে তার কোন ক্ষতি হবে না। জ্ঞানী লোকদের অন্তর উপযুক্ত সময় ও কাজের নিয়ম জানে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন উপদেশক 8