ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়োব 5:19-24 পবিত্র বাইবেল (SBCL)

19. ছয়টা বিপদ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন,সাতটা বিপদের সময় তোমার কোন ক্ষতি হবে না।

20. দুর্ভিক্ষের সময় তিনি তোমাকে মৃত্যু থেকে রক্ষা করবেন,আর যুদ্ধের সময় রক্ষা করবেন তলোয়ারের আঘাত থেকে।

21. জিভের আঘাত থেকে তিনি তোমাকে রক্ষা করবেন;বিপদ আসলে তুমি ভয় পাবে না।

22. ধ্বংস ও দুর্ভিক্ষের সময় তুমি হাসবে;বুনো পশুদের তুমি ভয় করবে না।

23. তোমার জমিতে কোন পাথর থাকবে না;বুনো পশুরা তোমাকে আক্রমণ করবে না।

24. তুমি জানবে যে, তোমার তাম্বু নিরাপদ;তোমার সম্পত্তির হিসাব নিলে পর দেখবেতোমার কিছুই হারায় নি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়োব 5