ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়োব 41:3-9 পবিত্র বাইবেল (SBCL)

3. সে কি তোমার দয়া চাইবে?সে কি তোমার সংগে নরম কথা বলবে?

4. চিরজীবন তাকে তোমার দাস করে রাখার জন্যসে কি তোমার সংগে কোন চুক্তি করবে?

5. পাখীর সংগে যেমন খেলা করেতেমনি কি তুমি তার সংগে খেলা করবেকিম্বা তোমার মেয়েদের খেলার জন্য তাঁকে বেঁধে রাখতে পারবে?

6. জেলেরা কি তার জন্য দর কষাকষি করবে?ব্যবসায়ীদের মধ্যে কি তাকে ভাগ করে দেবে?

7. তুমি কি তার চামড়া কোঁচ দিয়েকিম্বা তার মাথা টেটা দিয়ে বিঁধতে পার?

8. তুমি যদি তাকে ধরতে যাওতবে যে যুদ্ধ হবে তা তুমি কখনও ভুলবে না;তুমি আর কখনও তা করতে যাবে না।

9. তাকে দমন করবার সব আশাই মিথ্যা;তাকে দেখামাত্রই লোকে সাহস হারায়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়োব 41