ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়োব 40:1-8 পবিত্র বাইবেল (SBCL)

1. সদাপ্রভু ইয়োবকে আরও বললেন,

2. “সর্বশক্তিমানের সংগে যে ঝগড়া করছেসে কি তাঁকে সংশোধন করবে?ঈশ্বরের সংগে যে তর্ক করে সে তাঁকে উত্তর দিক।”

3. তখন ইয়োব উত্তরে সদাপ্রভুকে বললেন,

4. “আমি তো অযোগ্য, আমি কেমন করে তোমাকে উত্তর দেব?আমার মুখে আমি হাত চাপা দিয়েছি।

5. আমি একবার কথা বলেছি, কিন্তু উত্তর দেবার আমার কিছু নেই;দু’বার বলেছি, কিন্তু আর বলব না।”

6. তখন সদাপ্রভু ঝড়ের মধ্য থেকে ইয়োবকে বললেন,

7. “তুমি বীরের মত কোমর বাঁধ;আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবআর তুমি আমাকে উত্তর দেবে।

8. তুমি আমার ন্যায়বিচারকে কি অগ্রাহ্য করবে?তুমি যে নির্দোষ তা প্রমাণের জন্য কি তুমি আমাকে দোষী করবে?

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়োব 40