অধ্যায়

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  36. 36
  37. 37
  38. 38
  39. 39
  40. 40
  41. 41
  42. 42

ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়োব 35 পবিত্র বাইবেল (SBCL)

1. তারপর ইলীহূ বললেন,

2. “আপনি যে বলছেন আপনি ঈশ্বরের সামনে নির্দোষ,কথাটা কি আপনি ঠিক বলে মনে করেন?

3. আপনি তাঁকে বলছেন, ‘এতে আমার কি লাভ?পাপ না করলে আমি কি পাব?’

4. “আমি আপনাকে ও আপনার সংগীদেরএর উত্তর দিতে চাই।

5. আকাশের দিকে একবার তাকিয়ে দেখুন;দেখুন, মেঘ আপনার কত উপরে আছে।

6. আপনি যদি পাপ করেন তাতে ঈশ্বরের কি হয়?আপনার অন্যায় যদি অনেক হয় তাতেই বা তাঁর কি আসে যায়?

7. আপনি যদি নির্দোষ হন তবে তাঁর কি উপকার হবে?আপনার হাত থেকে তিনি কিছুই চান না।

8. আপনার দুষ্টতা কেবল মানুষেরই ক্ষতি করে,আর আপনার সততা কেবল তাদেরই সাহায্য করে।

9. “অত্যাচারের ভারে লোকে চিৎকার করে;তারা শক্তিমানদের হাত থেকে রেহাই পাবার জন্য মিনতি করে।

10. কিন্তু কেউ বলে না, ‘আমার সৃষ্টিকর্তা ঈশ্বর কোথায়,যিনি রাতের বেলায় আনন্দের গান দান করেন?

11. তিনি তো পৃথিবীর পশুদের চেয়ে আমাদের বেশী শিক্ষা দেনআর আকাশের পাখীদের চেয়ে বেশী জ্ঞান দান করেন।’

12. লোকেরা যখন কাঁদে তখন তিনি উত্তর দেন না,কারণ তারা অহংকারী ও দুষ্ট।

13. তাদের প্রার্থনায় কোন লাভ হয় না,কারণ ঈশ্বর তা শোনেন না;সর্বশক্তিমান তাতে কোন মনোযোগই দেন না।

14. আপনি বলছেন যে, আপনি তাঁকে দেখতে পান না,আপনার মামলা তাঁর সামনে রয়েছে,আর আপনি তাঁর বিচারের জন্য অপেক্ষা করছেন।

15. আপনি আরও বলছেন যে, তিনি ক্রোধে শাস্তি দেন নাআর দুষ্টতার দিকে বিশেষ খেয়াল করেন না।