ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়োব 34:6-16 পবিত্র বাইবেল (SBCL)

6. আমি ঠিক কথা বললেও আমাকে মিথ্যাবাদী মনে করা হয়েছে;বিনা দোষে আমি এমন আঘাত পেয়েছি যা ভাল হয় না।’

7. ইয়োবের মত কেউ আছে কিযিনি জলের মত করে ঠাট্টা-বিদ্রূপ খেয়েছেন?

8. যারা মন্দ কাজ করে তিনি তাদের সংগে চলেন;তিনি দুষ্ট লোকদের সংগী হন।

9. তিনি বলেন, ‘ঈশ্বরকে সন্তুষ্ট করেমানুষের কোন লাভই হয় না।’

10. “কাজেই হে বুদ্ধিমান লোকেরা, আমার কথা শুনুন।ঈশ্বর যে মন্দ কাজ করেন,সর্বশক্তিমান যে অন্যায় করেন তা দূরে থাকুক।

11. তিনি মানুষকে তার কাজের ফল দেন;তার আচার-ব্যবহার অনুসারে তিনি তার পাওনা দেন।

12. ঈশ্বর কখনও মন্দ কাজ করেন না,সর্বশক্তিমান কখনও উল্টা বিচার করেন না।

13. পৃথিবীর ভার কি কেউ তাঁকে দিয়েছে?গোটা দুনিয়ার দেখাশোনার কাজে কেউ কি তাঁকে লাগিয়েছে?

14. যদি তিনি তাঁর নিজের কথাই ভাবতেনআর তাঁর আত্মা ও নিঃশ্বাস নিজের কাছে ফিরিয়ে নিতেন,

15. তবে সব মানুষ একসংগে ধ্বংস হয়ে যেত,তারা আবার ধুলা হয়ে যেত।

16. “যদি আপনাদের বুদ্ধি থাকে তবে এই কথা শুনুন;আমার কথায় কান দিন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়োব 34