ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়োব 34:27-36 পবিত্র বাইবেল (SBCL)

27. কারণ তারা তাঁর পথে চলা বাদ দিয়েছে;তাঁর কোন আদেশের প্রতি তাদের খেয়াল নেই।

28. তাদের অত্যাচারের দরুন গরীবের কান্না তাঁর সামনে উপস্থিত হয়;তিনি অভাবীদের কান্না শোনেন।

29. অবশ্য তিনি চুপ করে থাকলেও কেউ তাঁকে দোষী করতে পারে না;তিনি মুখ লুকালে কেউ তাঁকে দেখতে পায় না।তবুও তিনি মানুষ ও জাতির উপরে আছেন,

30. যাতে ঈশ্বরের প্রতি ভক্তিহীন লোক রাজত্ব করতে না পারেআর লোকদের ধরবার জন্য ফাঁদ পাততে না পারে।

31. “কোন লোক তো ঈশ্বরকে বলে নি,‘আমি শাস্তি পেয়েছি, আর অন্যায় করব না;

32. আমি যা দেখতে পাই না তা আমাকে শিখাও;যদি আমি অন্যায় করে থাকি, তবে আর তা করব না।’

33. আপনি যখন ঈশ্বরকে অগ্রাহ্য করছেনতখন ঈশ্বর কি করে আপনার ইচ্ছামত পুরস্কার দেবেন?মন স্থির করা আপনার কাজ, আমার নয়;কাজেই আপনার মতামত আপনি প্রকাশ করুন।

34. “বুদ্ধিমান লোকেরা আমাকে বলেন,জ্ঞানী লোকেরা আমার কথা শুনে আমাকে বলেন,

35. ‘ইয়োব জ্ঞানশূন্য হয়ে কথা বলছেন,তাঁর কথায় কোন বুদ্ধির পরিচয় নেই।’

36. ইয়োবের পরীক্ষা সম্পূর্ণভাবে হলেই ভাল,কারণ তিনি দুষ্ট লোকের মত কথা বলছেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়োব 34