ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়োব 33:23-29 পবিত্র বাইবেল (SBCL)

23. “যদি একজন স্বর্গদূত তার পক্ষে থাকেন,হাজার দূতের মধ্যে একজন মধ্যস্থ থাকেনযিনি মানুষকে বলেন কোন্‌টা তার জন্য ঠিক,

24. তবে তিনি তার প্রতি দয়ালু হয়ে বলুন,‘মৃতস্থানে নেমে যাওয়া থেকে তাকে রেহাই দাও;আমি তাঁর জন্য মুক্তির মূল্য পেয়েছি।’

25. তাহলে তার দেহ আবার যুবকের মত হবে;সে আবার যৌবন ফিরে পাবে।

26. সে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে আর তিনি তাকে দয়া করবেন;সে ঈশ্বরের মুখ দেখে আনন্দে চেঁচিয়ে উঠবে;ঈশ্বর তাকে তার নির্দোষ অবস্থায় ফিরিয়ে আনবেন।

27. সে তখন মানুষের কাছে এসে বলবে,‘আমি পাপ করেছিলাম এবং যা ঠিক তার উল্টা করেছিলাম,কিন্তু আমার পাওনা শাসি আমি পাই নি।

28. মৃতস্থানে নেমে যাওয়ার হাত থেকে তিনি আমার প্রাণ মুক্ত করেছেন;আমি আলো দেখতে পাŽিছ।’

29. “ঈশ্বর মানুষের জন্য বার বার ঐ সব করেন,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়োব 33