ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়োব 24:10-18 পবিত্র বাইবেল (SBCL)

10. কাপড়ের অভাবে গরীবেরা উলংগ হয়ে ঘুরে বেড়ায়;তারা খিদে নিয়েই শস্যের আঁটি বহন করে।

11. তারা বাগানে জাঁতা দিয়ে জলপাইয়ের তেল বের করে;তারা পিপাসা নিয়ে আংগুর মাড়াই করে।

12. শহরের মধ্যে মানুষের কোঁকানি শোনা যায়,আহত লোকেরা সাহায্যের জন্য চিৎকার করে;কিন্তু ঈশ্বর তাদের কান্নায় মনোযোগ দেন না।

13. “অনেকে আলোর বির€দ্ধে বিদ্রোহ করে;তারা আলো সম্বন্ধে জানে নাকিম্বা তার পথেও থাকে না।

14. খুনী খুব ভোরে উঠে গরীব আর অভাবীদের মেরে ফেলে,আর রাতের বেলায় সে চোর হয়ে চুরি করে।

15. ব্যভিচারীর চোখ সন্ধ্যার জন্য অপেক্ষা করে;সে তার মুখ ঢেকে রেখে ভাবেকারও চোখ তার উপর পড়বে না।

16. অন্ধকার হলে লোকে ঘরে সিঁধ কাটে,কিন্তু দিনের বেলায় তারা লুকিয়ে থাকে;আলোর সংগে তাদের কোন সমপর্ক থাকে না।

17. তাদের জন্য সকালবেলা গাঢ় অন্ধকারের মত;অন্ধকারের ভয়ংকরতার সংগে তাদের বন্ধুত্ব আছে।

18. “তারা জলের উপরকার ফেনার মত;তাদের ভাগের জমি অভিশপ্ত,কাজেই তারা কেউ আংগুর ক্ষেতে যায় না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়োব 24