ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়োব 22:4-20 পবিত্র বাইবেল (SBCL)

4. ঈশ্বরভক্তির জন্য কি তিনি তোমাকে বকুনি দিচ্ছেন?সেইজন্য কি তিনি তোমার বিরুদ্ধে বিচার বসিয়েছেন?

5. তোমার মন্দতা কি অনেক নয়?তোমার পাপেরও তো সীমা নেই।

6. তুমি অকারণে তোমার ভাইদের কাছ থেকে বন্ধক নিতে;তুমি লোকদের কাপড় খুলে নিয়ে তাদের উলংগ রাখতে।

7. তুমি ক্লান্তদের জল খেতে দিতে না;যাদের খিদে আছে তাদের খাবার দিতে না।

8. কেবল শক্তিশালী লোকদেরই জমাজমি আছে,কেবল সম্মানিত লোকেরাই সেখানে বাস করে;

9. তবুও তুমি বিধবাদের খালি হাতে বিদায় করতেআর অনাথদের অধিকার কেড়ে নিতে।

10. সেজন্যই তোমার চারপাশে ফাঁদ পাতা রয়েছে,হঠাৎ বিপদ এসে তোমাকে ভয় দেখাচ্ছে,

11. এত অন্ধকার হয়েছে যে, তুমি দেখতে পাচ্ছ না,আর বন্যার জল তোমাকে ঢেকে ফেলেছে।

12. “স্বর্গের উঁচু জায়গায় কি ঈশ্বর থাকেন না?দেখ, তারাগুলো কত উঁচুতে আছে!

13. তবুও তুমি বলছ, ‘ঈশ্বর কি জানেন?এই অন্ধকারের মধ্যে ঈশ্বর কি করে বিচার করবেন?

14. ঘন মেঘ তাঁকে আড়াল করে রেখেছে,সেইজন্য তিনি দেখতে পান না;আকাশের উপরে তিনি ঘুরে বেড়ান।’

15. অন্যায়কারীরা যে পথে চলেছেতুমি কি সেই পুরানো পথেই চলবে?

16. অসময়ে তাদের নিয়ে যাওয়া হয়েছে;বন্যায় তাদের ভিত্তি ধুয়ে নিয়ে গেছে।

17-18. যদিও ভাল ভাল জিনিষ দিয়ে তিনিই তাদের বাড়ী পূর্ণ করেছেন,তবুও তারা ঈশ্বরকে বলেছিল, ‘তুমি দূর হও।সর্বশক্তিমান আমাদের কি করতে পারবে?’কিন্তু আমি দুষ্টদের পরামর্শ থেকে দূরে থাকি।

19. তাদের ধ্বংস দেখে সৎ লোকেরা আনন্দ করে;নির্দোষেরা তাদের ঠাট্টা করে বলে,

20. ‘আমাদের শত্র€রা সত্যিই ধ্বংস হয়ে গেছে,তাদের ধন-সম্পদ আগুনে গ্রাস করেছে।’

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়োব 22