ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়োব 18:2-12 পবিত্র বাইবেল (SBCL)

2. “তোমার এই সব কথা বলা কখন শেষ হবে?তুমি ঠিকভাবে চিন্তা কর, তাহলে আমরা কথা বলতে পারব।

3. আমাদের কেন পশুর মত মনে করছ?তোমার চোখে কেন আমরা বুদ্ধিহীন হয়েছি?

4. তুমি তো রাগে নিজেকে টুকরা টুকরা করছ;তোমার জন্য কি পৃথিবী ত্যাগ করতে হবে?নাকি পাহাড়কে তার জায়গা থেকে সরিয়ে দিতে হবে?

5. “দুষ্টের বাতি নিভিয়ে ফেলা হবে;তার আগুনের শিখা জ্বলবে না।

6. তার তাম্বুর মধ্যে আলো অন্ধকার হবে;তার কাছে রাখা বাতি নিভে যাবে।

7. তার চলবার শক্তি দুর্বল হবে;তার দেওয়া পরামর্শই তাকে নীচে ফেলে দেবে।

8. তার পা-ই তাকে জালের মধ্যে ঠেলে ফেলবে;সে সেই জালের মধ্যে পা দেবে।

9. তার পায়ের গোড়ালী ফাঁদে পড়বে,আর ফাঁদ তাকে আটকে রাখবে।

10. তার জন্য মাটিতে ফাঁস লুকানো থাকবে;তার পথে ফাঁদ পাতা থাকবে।

11. ভয় তার চারপাশে থাকবে;তার প্রতিটি ধাপে তা তার পিছু নেবে।

12. বিপদ তার জন্য হা করে আছে;সে পড়ে গেলেই ধ্বংস তার জন্য প্রস্তুত হয়ে আছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়োব 18