ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়োব 18:15-19 পবিত্র বাইবেল (SBCL)

15. তার তাম্বুতে তার নিজের কিছুই থাকবে না;তার বাসস্থানের উপরে জ্বলন্ত গন্ধক ছড়ানো হবে।

16. নীচে তার শিকড় শুকিয়ে যাবেআর উপরে তার ডালপালা মরে যাবে।

17. পৃথিবী থেকে তার স্মৃতি মুছে যাবে;দেশে তার নাম থাকবে না।

18. তাকে আলো থেকে অন্ধকারে দূর করা হবে;জগৎ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে।

19. নিজের জাতির মধ্যে তার কোন বংশধর থাকবে না;সে যেখানে থাকত সেখানে আর কেউ থাকবে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়োব 18