ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়োব 13:19-24 পবিত্র বাইবেল (SBCL)

19. কেউ কি আমার বিরুদ্ধে নালিশ জানাতে পারে?পারলে আমি নীরবে মারা যাব।

20-21. “হে ঈশ্বর, আমাকে কেবল এই দু’টা জিনিষ দাও:আমার উপর থেকে তোমার হাত দূরে সরিয়ে নাও,আর তোমার ভয়ংকরতা দিয়ে আমাকে আর ভয় দেখিয়ো না;তাহলে আমি তোমার কাছ থেকে নিজেকে লুকাব না।

22. তারপর তুমি আমাকে ডেকো, আমি উত্তর দেব,কিম্বা আমাকে কথা বলতে দাওআর তুমি তার উত্তর দিয়ো।

23. বল, আমার অন্যায় আর পাপ কি?আমার দোষ ও পাপ আমাকে দেখিয়ে দাও।

24. কেন তুমি মুখ লুকিয়ে রাখছআর আমাকে শত্রু বলে ভাবছ?

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়োব 13