ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়োব 11:3-15 পবিত্র বাইবেল (SBCL)

3. তোমার এই বাজে কথা শুনে কি লোকে চুপ করে থাকবে?তুমি ঠাট্টা-বিদ্রূপ করলে কি কেউ তোমাকে লজ্জা দেবে না?

4. তুমি ঈশ্বরকে বলছ, তোমার ধর্ম-বিশ্বাসে কোন খুঁত নেইএবং তাঁর চোখে তুমি খাঁটি।

5. আহা, ঈশ্বর যেন কথা বলেন,তোমার বিরুদ্ধে মুখ খোলেন

6. আর জ্ঞানের গোপন বিষয়গুলো তোমাকে জানান,কারণ জ্ঞানের অনেক দিক আছে।এটা জেনে রেখো, তোমার পাপ অনুসারেঈশ্বর তোমাকে শাস্তি দেন না।

7. ঈশ্বরের গুপ্ত বিষয়ের গভীরতা কতখানিতা কি তুমি বুঝতে পার?সর্বশক্তিমানের সীমা কতখানিতা কি তুমি তদন্ত করে দেখতে পার?

8. সেগুলো যে আকাশের চেয়েও উঁচু তা কি তুমি বুঝতে পার?সেগুলো মৃতস্থানের গভীরতার চেয়েও গভীর,তুমি কি তা জানতে পার?

9. মাপলে দেখা যাবে তা পৃথিবীর এক দিক থেকেঅন্য দিকের চেয়েও লম্বাআর সাগরের চেয়েও চওড়া।

10. তিনি এসে যদি তোমাকে জেলে বন্দী করেনআর বিচার-সভা বসান,তবে কে তাঁকে বাধা দিতে পারে?

11. তিনি ভণ্ড লোকদের নিশ্চয়ই চেনেন;মন্দ কিছু দেখলে তিনি কি তা লক্ষ্য করবেন না?

12. বুনো গাধার বাচ্চা যেমন মানুষ হয়ে জন্মাতে পারে না,তেমনি বুদ্ধিহীন মানুষ জ্ঞানী হতে পারে না।

13. “কিন্তু যদি তুমি তোমার অন্তরটা সম্পূর্ণভাবে তাঁকে দিয়ে দাও,তাঁর দিকে তোমার হাত বাড়িয়ে দাও,

14. তোমার হাতে যে পাপ আছে তা দূর করে দাও,আর অন্যায়কে তোমার বাড়ীতে থাকতে না দাও,

15. তাহলে তুমি নিষ্কলংক হয়ে মাথা তুলবেআর ভয় না করে শক্ত হয়ে দাঁড়াবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়োব 11