ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আমোষ 5:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. হে ইস্রায়েলের লোকেরা, তোমাদের বিষয় নিয়ে আমি এই যে বিলাপ করছি তা শোন।

2. “কুমারী ইস্রায়েল পড়ে গেছে,সে আর কখনও উঠবে না;তাকে তার নিজের মাটিতে ফেলে রাখা হয়েছে,তাকে তুলবার কেউ নেই।”

3. প্রভু সদাপ্রভু বলছেন, “ইস্রায়েলের যে শহর থেকে এক হাজার বলবান লোক বের হয়ে যায় তার মাত্র একশো জন বেঁচে থাকবে, আবার যে শহর থেকে একশো জন বলবান লোক বের হয়ে যায় তার মাত্র দশজন বেঁচে থাকবে।”

4. ইস্রায়েলের লোকদের সদাপ্রভু বলছেন, “তোমরা আমার কাছে এস, তাতে বাঁচবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আমোষ 5