ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আমোষ 1:8-12 পবিত্র বাইবেল (SBCL)

8. আমি অস্‌দোদের লোকদের এবং অস্কিলোনে যে লোক রাজদণ্ড ধরে আছে তাকে ধ্বংস করব। আমি ইক্রোণের বিরুদ্ধে আমার হাত উঠাব, তাতে পলেষ্টীয়দের বেঁচে থাকা লোকেরা মারা পড়বে।”

9. সদাপ্রভু বলছেন, “সোরের তিনটা পাপ, এমন কি, চারটা পাপের দরুন আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব, কারণ ভাইয়ের সংগে ভাইয়ের চুক্তি অগ্রাহ্য করে সে কতগুলো গ্রামের সমস্ত লোককে বন্দী করে ইদোমের হাতে তুলে দিয়েছে।

10. সেইজন্য আমি সোরের দেয়ালের উপরে আগুন পাঠিয়ে দেব; তা তার দুর্গগুলো পুড়িয়ে ফেলবে।”

11. সদাপ্রভু বলছেন, “ইদোমের তিনটা পাপ, এমন কি, চারটা পাপের দরুন আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব, কারণ সমস্ত মায়া-মমতা ত্যাগ করে সে তলোয়ার নিয়ে তার ভাইকে তাড়া করেছে। এছাড়া তার ভয়ংকর রাগ অনবরতই দেখা দিয়েছে আর সে তা পুষে রেখেছে।

12. কাজেই আমি তৈমনের উপরে আগুন পাঠাব; তা বস্রার দুর্গগুলো পুড়িয়ে ফেলবে।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আমোষ 1