ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আদিপুস্তক 5:25-29 পবিত্র বাইবেল (SBCL)

25. মথূশেলহের একশো সাতাশি বছর বয়সে তাঁর ছেলে লেমকের জন্ম হল।

26. লেমকের জন্মের পর মথূশেলহ আরও সাতশো বিরাশি বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ের জন্ম হয়েছিল।

27. মোট ন’শো উনসত্তর বছর বেঁচে থাকবার পর মথূশেলহ মারা গেলেন।

28. লেমকের একশো বিরাশি বছর বয়সে তাঁর একটি ছেলের জন্ম হল।

29. তিনি বললেন, “আমাদের সব পরিশ্রমের মধ্যে, বিশেষ করে সদাপ্রভু মাটিকে অভিশাপ দেবার পর তার উপর আমাদের যে পরিশ্রম করতে হয় তার মধ্যে এই ছেলেটিই আমাদের সান্ত্বনা দেবে।” এই বলে তিনি তাঁর নাম দিলেন নোহ।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আদিপুস্তক 5