ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আদিপুস্তক 49:26-28 পবিত্র বাইবেল (SBCL)

26. তোমার বাবার পাওয়া আশীর্বাদতার পূর্বপুরুষদের পাওয়া আশীর্বাদকে ছাড়িয়ে গেছে;তা অনেক কাল আগের পাহাড় পর্যন্ত গিয়ে পৌঁছেছে।সেই আশীর্বাদ যোষেফের মাথার উপর পড়ুক;পড়ুক তারই মাথায় যে তার ভাইদের মধ্যে প্রধান।

27. “বিন্যামীন যেন একটা হিংস্র নেকড়ে বাঘ;সকালে সে খায় শিকারের পশুআর সন্ধ্যায় লুটের জিনিস ভাগ করে।”

28. এরাই হল ইস্রায়েলের বারোটি গোষ্ঠী। তাদের বাবা তাদের আশীর্বাদ করবার সময় এই সব কথাই বলেছিলেন। তিনি প্রত্যেককেই তার পাওনা আশীর্বাদ দিয়েছিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আদিপুস্তক 49