ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আদিপুস্তক 49:19-33 পবিত্র বাইবেল (SBCL)

19. “গাদকে সৈন্যের দল আক্রমণ করবে,কিন্তু সে-ও তাদের পাল্টা আক্রমণ করবে।

20. “আশেরের জমিতে প্রচুর পরিমাণে ভাল ফসল জন্মাবে;সে রাজার উপযুক্ত খাবার যোগান দেবে।

21. “নপ্তালি যেন বাঁধন-ছাড়া হরিণী;তার মুখে আছে সুন্দর সুন্দর কথা।

22. “যোষেফ যেন ফলে ভরা গাছ,জলের কিনারার ফলে ভরা গাছ;তার ডালগুলো দেয়াল ছাড়িয়ে গেছে।

23. ধনুকধারীরা তাকে ভীষণভাবে আক্রমণ করেছে,তীর ছুঁড়ে তাকে বিপদে ফেলেছে।

24. কিন্তু তার ধনুক তেমনি স্থির রয়েছেআর হাত রয়েছে তেমনি পটু,কারণ যাকোবের সেই শক্তিশালী ঈশ্বরের হাত তার পিছনে রয়েছে।তার পিছনে রয়েছে সেই পালক,ইস্রায়েলের সেই পাথর।

25. তোমার বাবার ঈশ্বর তোমাকে সাহায্য করবেন।সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে উপর থেকে আকাশের আশীর্বাদআর মাটির তলা থেকে ফোয়ারার আশীর্বাদ দেবেন।স্ত্রীর গর্ভে সন্তান দিয়েআর তার বুকে দুধ দিয়েতিনি তোমাকে আশীর্বাদ করবেন।

26. তোমার বাবার পাওয়া আশীর্বাদতার পূর্বপুরুষদের পাওয়া আশীর্বাদকে ছাড়িয়ে গেছে;তা অনেক কাল আগের পাহাড় পর্যন্ত গিয়ে পৌঁছেছে।সেই আশীর্বাদ যোষেফের মাথার উপর পড়ুক;পড়ুক তারই মাথায় যে তার ভাইদের মধ্যে প্রধান।

27. “বিন্যামীন যেন একটা হিংস্র নেকড়ে বাঘ;সকালে সে খায় শিকারের পশুআর সন্ধ্যায় লুটের জিনিস ভাগ করে।”

28. এরাই হল ইস্রায়েলের বারোটি গোষ্ঠী। তাদের বাবা তাদের আশীর্বাদ করবার সময় এই সব কথাই বলেছিলেন। তিনি প্রত্যেককেই তার পাওনা আশীর্বাদ দিয়েছিলেন।

29. পরে যাকোব তাঁর ছেলেদের এই নির্দেশ দিলেন, “পূর্বপুরুষদের কাছে চলে যাবার সময় আমার এসে গেছে। হিত্তীয় ইফ্রোণের জমিতে যে গুহা আছে সেই গুহাতে আমার পূর্বপুরুষদের মধ্যে আমাকে কবর দিয়ো।

30. এটাই কনান দেশের মম্রির কাছে মক্‌পেলার জমির সেই গুহা। কবরস্থান করবার জন্য অব্রাহাম জমি সুদ্ধ এই গুহা হিত্তীয় ইফ্রোণের কাছ থেকে কিনে নিয়েছিলেন।

31. সেখানেই অব্রাহাম ও তাঁর স্ত্রী সারাকে কবর দেওয়া হয়েছে। ইস্‌হাক ও তাঁর স্ত্রী রিবিকাকেও সেখানে কবর দেওয়া হয়েছে। সেখানেই আমি লেয়াকে কবর দিয়েছি।

32. গুহা সুদ্ধ এই জমিটাই হিত্তীয়দের কাছ থেকে কেনা হয়েছিল।”

33. যাকোব তাঁর ছেলেদের নির্দেশ দেওয়া শেষ করে বিছানার উপর তাঁর পা দু’টা তুলে নিয়ে শুয়ে পড়লেন। তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আদিপুস্তক 49