ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আদিপুস্তক 49:11-24 পবিত্র বাইবেল (SBCL)

11. যিহূদা আংগুর গাছে তার গাধা বাঁধবে,আর আংগুরের সেরা ডালে বাঁধবে গাধার বাচ্চাটা।আংগুর-রসে সে তার কাপড় কাচবে,আর আংগুরের রাংগা রসে কাচবে পোশাক।

12. তার চোখের রং আংগুর-রসের রংয়ের চেয়েও গাঢ় হবে,আর তার দাঁত দুধের চেয়েও সাদা হবে।

13. “সবূলূন সাগরের ধারে বাস করবে;সে জাহাজ ভিড়বার বন্দর হবে;তার দেশের সীমানা সীদোনের দিকে চলে যাবে।

14. “ইষাখর যেন একটা শক্তিশালী গাধা।তার শোবার জায়গা হবে ভেড়ার খোঁয়াড় দু’টার মাঝখানে।

15. সে দেখবে তার বিশ্রামের দেশটা সুন্দর ও আরামের,তাই বোঝা বইবার জন্য সে কাঁধ নীচু করবেআর দাসের মত কঠিন পরিশ্রমকেও মেনে নেবে।

16. “দান ইস্রায়েলের একটা গোষ্ঠী হিসাবেতার লোকদের বিচার করবে।

17. সে হবে চলার পথের সাপ, ভয়ংকর বিষাক্ত সাপ;সে ঘোড়ার পায়ে ছোবল মারবে,আর ঘোড়সওয়ার উল্টে পিছন দিকে পড়ে যাবে।

18. “হে সদাপ্রভু, তুমি উদ্ধার করবেআমি সেই অপেক্ষায় আছি।

19. “গাদকে সৈন্যের দল আক্রমণ করবে,কিন্তু সে-ও তাদের পাল্টা আক্রমণ করবে।

20. “আশেরের জমিতে প্রচুর পরিমাণে ভাল ফসল জন্মাবে;সে রাজার উপযুক্ত খাবার যোগান দেবে।

21. “নপ্তালি যেন বাঁধন-ছাড়া হরিণী;তার মুখে আছে সুন্দর সুন্দর কথা।

22. “যোষেফ যেন ফলে ভরা গাছ,জলের কিনারার ফলে ভরা গাছ;তার ডালগুলো দেয়াল ছাড়িয়ে গেছে।

23. ধনুকধারীরা তাকে ভীষণভাবে আক্রমণ করেছে,তীর ছুঁড়ে তাকে বিপদে ফেলেছে।

24. কিন্তু তার ধনুক তেমনি স্থির রয়েছেআর হাত রয়েছে তেমনি পটু,কারণ যাকোবের সেই শক্তিশালী ঈশ্বরের হাত তার পিছনে রয়েছে।তার পিছনে রয়েছে সেই পালক,ইস্রায়েলের সেই পাথর।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আদিপুস্তক 49