ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আদিপুস্তক 49:1-10 পবিত্র বাইবেল (SBCL)

1. পরে যাকোব তাঁর ছেলেদের ডেকে বললেন, “তোমরা সবাই আমার কাছে এস। ভবিষ্যতে তোমাদের জীবনে যা ঘটবে তা আমি তোমাদের বলে যাচ্ছি।

2. “যাকোবের ছেলেরা, তোমরা সবাই আমার কাছে এস;তোমাদের বাবা ইস্রায়েল কি বলছেন তা শোন।

3. “রূবেণ, তুমি আমার বড় ছেলে;তুমি আমার বল, আমার যৌবনের শক্তির প্রথম ফল;তুমি সম্মান ও শক্তিতে তোমার ভাইদের সবার উপরে।

4. কিন্তু তুমি যেন অশান্ত জলের মাতামাতি,সেইজন্য তোমার সেই উঁচু স্থান আর থাকবে না।আমার স্ত্রীর কাছে গিয়েতুমি আমার বিছানা অপবিত্র করেছ।

5. “শিমিয়োন আর লেবি দুই ভাই;তারা অনিষ্ট করবার জন্যই তলোয়ার ধরে।

6. তাদের গোপন ষড়যন্ত্রে আমার কোন অংশ নেই,আমি তাদের দলে নই।তারা রাগের বশে মানুষ খুন করেছে,আর নিজেদের খেয়াল-খুশী মতগরুর পায়ের শিরা কেটে দিয়েছে।

7. তাদের এই ভয়ংকর রাগ, এই নিষ্ঠুর ক্রোধঅভিশপ্ত হোক।আমি তাদের গোষ্ঠী যাকোবের বংশগুলোর মধ্যেভাগ করে দেব,আর ইস্রায়েলীয়দের মধ্যে তাদের ছড়িয়ে দেব।

8. “যিহূদা, তোমার ভাইয়েরা তোমার প্রশংসা করবে।শত্রুদের ঘাড় ধরে তুমি তাদের জব্দ করবে;তোমার ভাইয়েরা তোমাকে প্রণাম করবে।

9. যিহূদা, তুমি সিংহের বাচ্চা;শিকারের মাংস খাওয়া শেষ করেআমার এই ছেলে উঠে আসে;সিংহ ও সিংহীর মত করে সে বসে আর শুয়ে পড়ে।কে তাকে জাগাবে?

10. যতদিন না শীলো আসেনএবং সমস্ত জাতি তাঁর আদেশ মেনে চলে,ততদিন রাজদণ্ড যিহূদারই বংশে থাকবে;আর তার দু’হাঁটুর মাঝখানে থাকবে বিচার দণ্ড।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আদিপুস্তক 49