ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আদিপুস্তক 36:22-32 পবিত্র বাইবেল (SBCL)

22. লোটনের ছেলেদের নাম হল হোরী আর হেমম। লোটনের বোনের নাম তিম্না।

23. শোবলের ছেলেদের নাম হল অল্‌বন, মানহৎ, এবল, শফো এবং ওনম।

24. সিবিয়োনের ছেলেদের নাম হল অয়া ও অনা। এই অনাই তাঁর বাবা সিবিয়োনের গাধা চরাতে গিয়ে মরু-এলাকার মধ্যে গরম জলের ফোয়ারার খোঁজ পেয়েছিলেন।

25. অনার ছেলের নাম হল দিশোন ও মেয়ের নাম অহলীবামা।

26. দিশোনের ছেলেদের নাম হল হিম্‌দন, ইশ্‌বন, যিত্রণ ও করাণ।

27. এৎসরের ছেলেদের নাম হল বিল্‌হন, সাবন ও আকন।

28. দীশনের ছেলেদের নাম হল ঊষ ও অরাণ।

29. হোরীয় সর্দারদের নাম ছিল লোটন, শোবল, সিবিয়োন, অনা,

30. দিশোন, এৎসর ও দীশন। এঁরাই ছিলেন সেয়ীর, অর্থাৎ ইদোম দেশের হোরীয় জাতির বিভিন্ন গোষ্ঠীর সর্দার।

31. ইস্রায়েলীয়দের মধ্যে রাজশাসন আরম্ভ হবার আগে ইদোম দেশে যে সব রাজারা রাজত্ব করেছিলেন এই হল তাঁদের কথা:

32. বিয়োরের ছেলে বেলা ইদোমের রাজা হয়েছিলেন; তাঁর রাজধানীর নাম ছিল দিন্‌হাবা।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আদিপুস্তক 36