ওল্ড টেস্টামেন্ট

নববিধান

২ থিষলনীকীয় 2:1-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে ভাইয়েরা, আমাদের ঈসা মসীহের আগমন ও তাঁর কাছে আমাদের সংগৃহীত হবার বিষয়ে তোমাদেরকে এই ফরিয়াদ করছি;

2. প্রভুর দিন উপস্থিত হয়েছে ভেবে তোমরা কোন রূহ্‌ দ্বারা বা কোন কথা দ্বারা অথবা আমরা লিখেছি মনে করে কোন পত্র দ্বারা, মনের স্থিরতা থেকে বিচলিত হয়ো না বা ভয় পেয়ো না।

3. তোমাদেরকে যেন কেউ কোন মতে ভুল পথে নিয়ে না যায়; কেননা প্রথমে আল্লাহ্‌র বিরুদ্ধে মহা বিদ্রোহ উপস্থিত হবে এবং সেই গুনাহ্‌-পুরুষ, সেই বিনাশ-সন্তান প্রকাশিত হবে।

4. সে বিরোধিতা করবে ও ‘আল্লাহ্‌’ নামে আখ্যাত বা যা কিছুর এবাদত করা হয় সেই সকলের থেকে নিজেকে বড় করে দেখাবে, এমন কি, আল্লাহ্‌র এবাদতখানায় বসে নিজেকে আল্লাহ্‌ বলে ঘোষণা করবে।

5. তোমাদের কি মনে পড়ে না যে, আমি আগে যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদেরকে এসব বলেছিলাম?

6. আর সে যেন উপযুক্ত সময়ে প্রকাশ পায়, এজন্য কিসে তাকে বাধা দিয়ে রাখছে তা তো তোমরা জান।

7. কারণ অধর্মের নিগূঢ়তত্ত্ব এখনই কাজ করছে, কিন্তু কেবল এক জন, যে পর্যন্ত না তিনি দূরীভূত হন, তিনি তাকে বাধা দিয়ে রাখছেন।

8. আর তখন সেই অধার্মিকতার পুরুষ প্রকাশ পাবে, যাকে প্রভু ঈসা তাঁর মুখের নিঃশ্বাস দ্বারা সংহার করবেন ও তাঁর আগমনের প্রকাশ দ্বারা তাকে শেষ করে দেবেন।

9. সেই অধার্মিক ব্যক্তির আগমন শয়তানের কাজ অনুসারে মিথ্যার সমস্ত পরাক্রম ও নানা চিহ্ন-কাজ ও অদ্ভুত লক্ষণ সহকারে হবে,

10. এবং যারা বিনাশ পাচ্ছে, তাদের সম্বন্ধে অধার্মিকতার সমস্ত প্রতারণা সহকারে হবে; কারণ তারা নাজাত পাবার জন্য সত্যকে মহব্বত করে নি।

11. আর সেজন্য আল্লাহ্‌ তাদের কাছে ভ্রান্তির এক শক্তি পাঠাবেন যাতে তারা সেই মিথ্যায় বিশ্বাস করে;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ থিষলনীকীয় 2