ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ করিন্থীয় 9:22-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

22. দুর্বলদেরকে লাভ করার জন্য আমি দুর্বলদের কাছে দুর্বল হলাম, সমস্ত উপায়ে কতগুলো লোককে নাজাত করার জন্য আমি সর্বজনের কাছে সব রকম হলাম।

23. আমি সব কিছুই ইঞ্জিলের জন্য করি, যেন তাঁর সহভাগী হই।

24. তোমরা কি জান না যে, দৌড় প্রতিযোগিতায় যারা দৌড়ায়, তারা সকলে দৌড়ায়, কিন্তু কেবল একজন পুরস্কার পায়? তোমরা এরূপে দৌড়াও, যেন পুরস্কার পাও।

25. আর যে কেউ মল্লযুদ্ধ করে, সে সর্ববিষয়ে ইন্দ্রিয়দমন করে। তার ক্ষয়নীয় মুকুট পাবার জন্য তা করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাবার জন্য করি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ করিন্থীয় 9