ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ ইউহোন্না 5:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. যে কেউ বিশ্বাস করে যে, ঈসা-ই সেই মসীহ্‌ সে আল্লাহ্‌ থেকে জাত; এবং যে জন্মদাতাকে মহব্বত করে সে তাঁর মাধ্যমে জাত ব্যক্তিকেও মহব্বত করে।

2. এতে আমরা জানতে পারি যে, আল্লাহ্‌র সন্তানদেরকে মহব্বত করি— যখন আল্লাহ্‌কে মহব্বত করি ও তাঁর হুকুমগুলো পালন করি।

3. কেননা আল্লাহ্‌র প্রতি মহব্বত এই, যেন আমরা তাঁর হুকুমগুলো পালন করি; আর তাঁর হুকুমগুলো ভারী বোঝার মত নয়;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ ইউহোন্না 5