ওল্ড টেস্টামেন্ট

নববিধান

লূক 3:1-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. টিবেরিয়াস সম্রাটের রাজত্বের পঞ্চদশ বছরে যখন পন্তীয় পীলাত এহুদিয়ার শাসনকর্তা, হেরোদ গালীলের বাদশাহ্‌, তাঁর ভাই ফিলিপ যিতূরিয়া ও ত্রাখোনীতিয়া প্রদেশের বাদশাহ্‌ এবং লুষাণিয় অবিলীনীর বাদশাহ্‌,

2. তখন হানন ও কায়াফা মহা-ইমাম ছিলেন। ঠিক এই সময়ে আল্লাহ্‌র কালাম মরুভূমিতে জাকারিয়ার পুত্র ইয়াহিয়ার কাছে নাজেল হল।

3. তাতে তিনি জর্ডানের নিকটবর্তী সমস্ত দেশে এসে গুনাহ্‌ মাফের জন্য মন পরিবর্তনের বাপ্তিস্ম তবলিগ করতে লাগলেন;

4. যেমন ইশাইয়া নবীর কিতাবে লেখা আছে,“মরুভূমিতে এক জনের কণ্ঠস্বর,সে ঘোষণা করছে,তোমরা প্রভুর পথ প্রস্তুত কর,তাঁর রাজপথগুলো সরল কর।

5. প্রত্যেক উপত্যকা পরিপূর্ণ হবে,প্রত্যেক পর্বত ও উপপর্বত নিচু করাহবে,যা যা বাঁকা, সেসব সরল করা হবে,যা যা অসমান, সেসব সমান করা হবে,

6. এবং সমস্ত দুনিয়া আল্লাহ্‌র নাজাতদেখতে পাবে।”

7. অতএব যেসব লোক তাঁর দ্বারা বাপ্তিস্ম নিতে বের হয়ে আসল, তিনি তাদেরকে বললেন, হে সাপের বংশধরেরা, আগামী গজব থেকে পালিয়ে যেতে তোমাদেরকে কে চেতনা দিল?

সম্পূর্ণ অধ্যায় পড়ুন লূক 3