ওল্ড টেস্টামেন্ট

নববিধান

রোমীয় 4:11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

আর তিনি যে খৎনা-চিহ্ন পেয়েছিলেন, তা ছিল তাঁর ঈমানের ধার্মিকতার চিহ্ন, যে ঈমান খৎনা-না-করানো অবস্থায় থাকতেও তাঁর ছিল। এর উদ্দেশ্য ছিল এই, যেন খৎনা-না-করানো অবস্থায় যারা ঈমান আনে, তিনি তাদের সকলের পিতা হন, যেন তাদের পক্ষে সেই ধার্মিকতা গণনা করা হয়;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন রোমীয় 4

প্রেক্ষাপটে রোমীয় 4:11 দেখুন