ওল্ড টেস্টামেন্ট

নববিধান

রোমীয় 2:8-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. কিন্তু যারা প্রতিযোগী এবং সত্যের অবাধ্য ও অধার্মিকতার অনুসারী, তাদের প্রতি আল্লাহ্‌র গজব ও রোষ, দুঃখ-কষ্ট ও সঙ্কট নেমে আসবে;

9. প্রথমে ইহুদীর, পরে অ-ইহুদীদেরও উপরে, অর্থাৎ কদাচারী সমস্ত মানুষের প্রাণের উপরে বর্ষিত হবে।

10. কিন্তু প্রত্যেক সদাচারী মানুষের প্রতি, প্রথমে ইহুদীদের, পরে অ-ইহুদীদেরও প্রতি প্রতাপ, সমাদর ও শান্তি বর্তাবে।

11. কেননা আল্লাহ্‌ কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন রোমীয় 2