ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মথি 5:3-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. ধন্য যারা রূহে দীনহীন,কারণ বেহেশতী-রাজ্য তাদেরই।

4. ধন্য যারা শোক করে,কারণ তারা সান্ত্বনা পাবে।

5. ধন্য যারা মৃদুশীল,কারণ তারা দেশের অধিকারী হবে।

6. ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ওতৃষ্ণার্ত,কারণ তারা পরিতৃপ্ত হবে।

7. ধন্য যারা করুণা করে,কারণ তারা করুণা পাবে।

8. ধন্য যারা নির্মল অন্তরের অধিকারী,কারণ তারা আল্লাহ্‌র দর্শন পাবে।

9. ধন্য যারা মিলন করে দেয়,কারণ তারা আল্লাহ্‌র পুত্র বলেআখ্যায়িত হবে।

10. ধন্য যারা ধার্মিকতার জন্য নির্যাতিতহয়েছে,কারণ বেহেশতী-রাজ্য তাদেরই।

11. ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা করে ও নির্যাতন করে এবং মিথ্যা করে তোমাদের বিরুদ্ধে সব রকম মন্দ কথা বলে।

12. আনন্দ করো, উল্লসিত হয়ো, কেননা বেহেশতে তোমাদের পুরস্কার প্রচুর; কারণ তোমাদের আগে যে নবীরা ছিলেন, তাঁদেরকে তারা সেইভাবে নির্যাতন করতো।

13. তোমরা দুনিয়ার লবণ, কিন্তু লবণের স্বাদ যদি চলে যায়, তবে তা কিভাবে লবণের গুণবিশিষ্ট করা যাবে? তা আর কোন কাজে লাগে না, কেবল বাইরে ফেলে দেবার ও লোকের পদতলে দলিত হবার যোগ্য হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মথি 5