ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মথি 22:32-46 কিতাবুল মোকাদ্দস (BACIB)

32. তিনি বলেন,“আমি ইব্রাহিমের আল্লাহ্‌, ইস্‌হাকের আল্লাহ্‌ ও ইয়াকুবের আল্লাহ্‌;”আল্লাহ্‌ মৃতদের আল্লাহ্‌ নন, কিন্তু জীবিতদের।

33. এই কথা শুনে লোকেরা তাঁর শিক্ষায় চমৎকার জ্ঞান করলো।

34. ফরীশীরা যখন শুনতে পেল, তিনি সদ্দূকীদেরকে নিরুত্তর করেছেন, তখন তারা একসঙ্গে এসে জুটলো।

35. আর তাদের মধ্যে এক জন আলেম ঈসাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলো,

36. হুজুর, শরীয়তের মধ্যে কোন্‌ হুকুম মহৎ?

37. তিনি তাকে বললেন, “তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার আল্লাহ্‌ প্রভুকে মহব্বত করবে,”

38. এটি মহৎ ও প্রথম হুকুম। আর দ্বিতীয়টি এর মত;

39. “তোমার প্রতিবেশীকে নিজের মত মহব্বত করবে।”

40. এই দু’টি হুকুমে সমস্ত শরীয়ত এবং নবীদের কিতাবের শিক্ষা ঝুলছে।

41. আর ফরীশীরা একত্র হলে ঈসা তাদেরকে জিজ্ঞাসা করলেন,

42. মসীহের বিষয়ে তোমাদের কি মনে হয়, তিনি কার সন্তান? তারা বললো, দাউদের সন্তান।

43. তিনি তাদেরকে বললেন, তবে দাউদ কিভাবে রূহের আবেশে তাঁকে প্রভু বলেন? তিনি বলেন—

44. “প্রভু আমার প্রভুকে বললেন,তুমি আমার দক্ষিণে বস,যতদিন আমি তোমার দুশমনদেরকেতোমার পদতলে না রাখি।”

45. অতএব দাউদ যখন তাঁকে প্রভু বলেন, তখন তিনি কিভাবে তাঁর সন্তান?

46. তখন কেউ তাঁকে কোন উত্তর দিতে পারল না; আর সেদিন থেকে তাকে কোন কথা জিজ্ঞাসা করতে কারো সাহস হল না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মথি 22