ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মথি 10:36-39 কিতাবুল মোকাদ্দস (BACIB)

36. আর নিজ নিজ পরিজনই মানুষের দুশমন হবে।

37. যে কেউ পিতা বা মাতাকে আমার চেয়ে বেশি ভালবাসে, সে আমার যোগ্য নয় এবং যে কেউ পুত্র বা কন্যাকে আমার চেয়ে বেশি ভালবাসে, সে আমার যোগ্য নয়।

38. আর যে কেউ নিজের ক্রুশ তুলে নিয়ে আমাকে অনুসরণ না করে, সে আমার যোগ্য নয়।

39. যে কেউ আপন প্রাণ রক্ষা করে, সে তা হারাবে এবং যে কেউ আমার জন্য আপন প্রাণ হারায়, সে তা রক্ষা করবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মথি 10